‘মহানগর’ ওয়েব সিরিজের সাফল্যের পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কাজের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। জানানো হয়, ‘ওসি হারুন’ নয়; বরং তাকে এবার পাওয়া যাবে একেবারেই নতুনরূপে। আট পর্বের এই সিরিজের নাম ‘মোবারকনামা’। নির্মাণে গোলাম সোহরাব দোদুল। এতে আইনজীবীর পোশাকে মোশাররফ করিমের চরিত্র দর্শকের জন্য নতুন চমক এনে দিতে যাচ্ছেন।
জানা গেছে, হইচইয়ে ২১ ডিসেম্বর এটির প্রচার শুরু হবে। ‘মোবারকনামা’ ওয়েব সিরিজের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন কলকাতায় সম্পাদনার কাজ চলছে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম, যাকে মোবারক চরিত্রে দেখা যাবে। এতে মোশাররফ করিম ছাড়া আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ।
‘মোবারকনামা’র গল্পে দেখা যাবে, পেশাগত জীবনে সফল ও সৎ একজন আইনজীবী মোবারক। ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় সব সময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেন, স্বেচ্ছায় অবসরে চলে যান।
তারপর হঠাৎই চাঞ্চল্যকর একটি মামলা তার সিদ্ধান্ত বদলে দেয়। অবসর থেকে ফিরে মোবারককে লড়তে হয় এক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। আড়ালে লুকিয়ে থাকা সত্য উন্মোচনে তাকে অসম যুদ্ধে নামতে হয়। বহুদিন পর আইনজীবীর বেশে হাজির হতে হয় আদালতে। তারপর কী ঘটে? এসব জানতে দেখতে হবে সিরিজটি।