ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে বোমার মশলা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারীর নাম মুকিত। তিনি বোমা বিশেষজ্ঞ। তার আরেক নাম বোমা মাওলানা।
এ বিষয়ে দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন: ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ওই দিন প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা বিস্ফোরণে মুহূর্তেই আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই নিরাপদে আশ্রয় নেন।
পরদিন ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘বিচারকদের ভয় দেখানোর জন্যই আদালত চত্বরে নাশকতাকারীরা হামলা করেছে। হামলাকারীদের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। শীঘ্রই গ্রেপ্তার করা হবে।’