স্টকহোম আপিল কোর্টে পুনরায় বিচারক নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মহিবুল
বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মহিবুল ইজদানী খান ডাবলু

স্টকহোম আপিল কোর্টে পুনরায় বিচারক নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মহিবুল

সুইডিশ লেফট পার্টি থেকে মনোনীত হয়ে ২০০৮ থেকে সিভিয়া (স্টকহোম) আপিল কোর্টে নির্বাচিত বিচারকের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মহিবুল ইজদানী খান ডাবলু।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

আগামী ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত স্টকহোম আপিল কোর্টে পুনরায় তিনি নির্বাচিত বিচারক হিসেবে মনোনীত হয়েছেন। তিনি এখন স্টকহোম আপিল কোর্ট নির্বাচিত বিচারক সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুননিউইয়র্কের কুইন্স সিভিল কোর্টের বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

মহিবুল ইজদানী খান ডাবলু দীর্ঘ ৩০ বৎসর যাবৎ সুইডেনের মূলধারার রাজনীতিতে সক্রিয়। তিনি ২০১০ ও ২০২২ লেফট পার্টির প্রার্থী হয়ে সুইডিশ পার্লামেন্টে নির্বাচন করেন। এছাড়া স্টকহোম জেলা কাউন্সিলে নির্বাচিত কাউন্সিলার হিসেবে ৮ বৎসর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনযুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি নারী কিউসি ব্যারিস্টার সুলতানা

মহিবুল ইজদানী খান সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটির মনোনয়ন বোর্ডে একটানা ৬ বৎসর ও লেফট পার্টি স্টকহোম হেসেল্বি ভেলেংবি ব্রাঞ্চে একটানা ১০ বৎসর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে সুইডিশ লেফট পার্টি স্টকহোম ডিসট্রিক্ট কমিটির নির্বাচিত মেম্বার।

আরও পড়ুনকোরআন হাতে যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারকের শপথ

মহিবুল ইজদানী খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমানের সিকিউরিটি অফিসার মরহুম আলী মেহদী খানের পুত্র।