বার নির্বাচন: চট্টগ্রামে আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

বার নির্বাচন: চট্টগ্রামে আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম কর্তৃক মনোনীত হাশেম-জাবেদ-রুমেল পরিষদ এর প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এ.এস.এম. বজলুর রশিদ।

সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইমরান।

বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে পরিচিতি সভায় বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মাহবুব উদ্দিন আহমদ, খোরশেদ আলম চৌধুরী, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজমুল আহসান খান আলমগীর, হুমায়ন আকতার মোস্তাক, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, .আইয়ুব খান, এ.এইচ.এম. জিয়াউদ্দিন, জসীম উদ্দিন আহমদ খান, মেজবাহ উদ্দিন চৌধুরী, নুরুল আলম চৌধুরী, ফখরুদ্দিন চৌধুরী, এম.এ. নাসের চৌধুরী, জাহাঙ্গীর আলম, কাজী মুহাম্মদ নজমুল হক, জহির উদ্দিন মাহমুদ, সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহম্মদ ফখরউদ্দিন জাবেদ, সহসাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান রুমেল।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, সিনিয়র আইনজীবী সুস্বপন বিশ্বাসসহ বিপুল সংখ্যক আইনজীবী।

সভায় বক্তারা বলেন, আইনজীবী সমাজ গণতন্ত্র রক্ষায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা রাখেন, বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরীতে আইনজীবীদের ভূমিকা অনন্য সাধারণ। উন্নয়নের ধারা আমরা আইনজীবীদের অধিকার রক্ষায় আইনের শাসন বাস্তবায়নে সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কখনো কোন অপশক্তির কাছে মাথা নত করে না। বিজ্ঞ আইনজীবীদের সার্বিক কল্যাণ ও মর্যাদা সংরক্ষণ, ঘুষ, দুর্নীতিমুক্ত বিচারাঙ্গন প্রতিষ্ঠা, বার ও বেঞ্চের মধ্যে পারষ্পরিক সম্মানজনক সুসম্পর্ক প্রতিষ্ঠা, সর্বোপরী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে আইনজীবী সমিতির তহবিল গঠন ও সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলকে আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সমন্বয় পরিষদের কোন বিকল্প নাই।

পরিচিতি সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম মনোনীত প্যানেল পরিচয় করিয়ে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।