বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
সারা দেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আসন্ন মৌখিক পরীক্ষার রেগুলার প্রার্থী, তথা যেসব প্রার্থী বর্তমান সেশনের অর্থাৎ গত বছরের ডিসেম্বরের ২৩ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বার বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জানতে বিজ্ঞপ্তি দেখুন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে আইনজীবীদের ড্রেস কোড অনুসারে কালো কোট ও কালো টাই পরিধান করতে হবে। সেই সাথে বার কাউন্সিল পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট সঙ্গে আনতে হবে। এছাড়াও ‘নোট বুক’ অর্থাৎ কেস ডায়েরি সঙ্গে আনতে হবে।