বাংলাদেশ বার কাউন্সিল একাধিক পদে জনবল নিয়োগে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সিনিয়র সহকারী পরিচালক (ট্রেনিং)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অনার্সসহ (স্নাতক) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ট্রেনিং–সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
২. পদের নাম: সহকারী পরিচালক (অডিট)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে এমকম (বাণিজ্য) ও সিএসিসি কোর্স সম্পন্ন হতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: অডিট–সংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: সহকারী পরিচালক (ট্রেনিং, এনরোলমেন্ট)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অনার্সসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদের নাম: ইউডিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৩)
৬. পদের নাম: এলডিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৯
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: এলডিএ কাম টেকনিশিয়ান
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স ও কম্পিউটার মেইনটেনেন্স পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বা ডেটাবেজ ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে পারদর্শী হতে হবে। নিজ নিজ কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: এলডিএ
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা : সিনিয়র সহকারী পরিচালক (ট্রেনিং) পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ পর্যন্ত গ্রহণযোগ্য। তবে অন্যান্য পদের ক্ষেত্রে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১ হাজার টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২০ টাকাসহ মোট ১ হাজার ১২০ টাকা এবং ৫ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।