অভিযানে বন্ধ হওয়া রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের রেস্তোরাঁ খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে করা মালিকদের রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ভবনের রেস্তোরাঁগুলো বন্ধই থাকছে।
এ সংক্রান্ত বিষয়ে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: মেট্রোরেলের স্টাফ ক্যান্টিন ভাড়া ১ হাজার টাকা : তদন্তের নির্দেশ
মালিকদের দাবি বহুতল ভবনে রাজউক কর্তৃক বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন রেস্তোরাঁ।
গত ৪ মার্চ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেস্তোরাঁগুলোতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। ভারী হাতুরি ও সরঞ্জাম দিয়ে চলে উচ্ছেদ উভিযান।
আরও পড়ুন: ব্যক্তিগত তথ্যে মোবাইল কোম্পানির ডেটাবেজ কেন, জানতে চায় হাইকোর্ট
আইনজীবীরা জানান, উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেন রাজউকের নকশায় দেখানো হয়েছে অফিস। তবে কীভাবে তা রেস্টুরেন্টে রূপান্তর হয় তা বোধগম্য নয়। ভবনটি অনুমোদন দেওয়া হয়েছে এফ-ওয়ান ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সাধারণত ভবনটিকে অফিস হিসেবে ব্যবহার করার কথা। তবে এখানে ১২-১৫টি রেস্টুরেন্ট পাওয়া গেছে।