পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ৩ শর্তে বোনের জিম্মায় জামিন পেলেন ভাই
নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২

নওগাঁয় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগে আদালতে মামলা

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বারফলা গ্রামের এক গৃহবধূকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে জোর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (১৩ মে) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—২ এ গৃহবধূর মাতা এই অভিযোগ দায়ের করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার মামলাটি সংশ্লিষ্ট বদলগাছী থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দেন।

একইসঙ্গে ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নওগাঁর গোয়েন্দা শাখাকে (ডি.বি) নির্দেশ দেন।

আরও পড়ুন: নওগাঁয় ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাদ্রাসা শিক্ষকের জেল—জরিমানা

আদালত সূত্রে জানা যায়, বাদীর মেয়ে গৃহবধূ রিক্তা বানুর চলতি বছরের ৩০ জানুয়ারি একই গ্রামের ছামদুলের ছেলে পিন্টু রহমানের সাথে বিয়ে হয়। বাদীর মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাদীর মেয়ের কাছে বিয়ের পর থেকেই পিন্টু রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল।

চলতি বছরের ২৯ এপ্রিল ছামদুলের ছেলে পিন্টু রহমান, কুরানার ছেলে ছামদুল, ছামদুলের স্ত্রী রওশন আরা, গোলা সোনারের ছেলে বাবুল সোনার যৌতুকের জন্য বাদীর মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে।

গৃহবধূর মাতা বদলগাছী থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।

পরে মৃত গৃহবধূর মাতা আইনজীবীর মাধ্যমে আজ আদালতে হাজির হয়ে নালিশী মামলা দায়ের করেন।