এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যথাযথ করণীয় নির্ধারণে দ্রুত পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চিঠি পাঠানো হয়েছে।
ডাকযোগে মঙ্গলবার (২ জুলাই) এই চিঠি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।
চিঠিতে আইনজীবী মনির উদ্দিন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় যথেষ্ট শিক্ষিত কিন্তু রমজান মাসে স্কুল বন্ধ নিয়ে আপনার পদক্ষেপ সময় উপযোগী ছিল না।
এরপর যখন সারাদেশে গরমে শিক্ষক ছাত্র-ছাত্রী মারা যাচ্ছে, তখন এক এলাকায় আপনি বন্ধ দিচ্ছেন অন্য এলাকায় খোলা। আবার মুখে বলছেন আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিচ্ছেন। তখনও আপনি এসি অফিসে, এসি গাড়িতে থেকে সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণে আপনি বুঝতে পারেননি কোথায় কি অবস্থা চলছে। এখনও যদি আপনি আবহাওয়া অফিসের সাথে খবর নিয়ে পরীক্ষা নিতেন তাহলে এখন এইচএসসি পরীক্ষার্থীরা কেনো কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও ছাত্র-শিক্ষক অভিভাবক সবাই বৃষ্টিতে জুবুথুবু অবস্থায় পরীক্ষার হলে যাচ্ছে।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
এখন বর্ষাকাল, বর্ষার এই সময়ে (জুন-জুলাই) বৃষ্টি বেশি হয় (বন্যা হয়) এটা সাধারণ মানুষ থেকে কৃষক সবাই জানে। প্রত্যেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এইচএসসি ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের চিত্র প্রকাশিত হচ্ছে। আবহাওয়া অধিদফতরের সাথে কি আলোচনা করে আপনি পরীক্ষার্থীদের এই সময়ে মহাবিপদে ফেললেন সেটা আমার বোধগম্য নয়। তাই আপনাকে অনুরোধ করছি যথাযথ পদক্ষেপ নিন যা ছাত্র-ছাত্রীদের জন্য উপযোগী হবে।
এইচএসসি হচ্ছে ছাত্র-ছাত্রীর সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। অথচ তারা আজ প্রাকৃতিক দুর্যোগের ভেতর পরীক্ষা দিচ্ছে। এবার কোরবানি ঈদের সময় ও মন্ত্রণালয় প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। পরে ছুটি কমিয়ে ২৫ জুন পর্যন্ত করলেন। গরমের সময়ও যখন ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন আবার যখন তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে গেল তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেন। হয়তো আপনার সিদ্ধান্ত নিতে কোথাও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন এই আইনজীবী।