আরেকটি জগন্নাথ হল ট্র্যাজেডি দেখতে না চাইলে অবিলম্বে ২৫ তলা আধুনিক আইনজীবী সমিতি ভবন নির্মাণ করে সুপ্রিম কোর্টের আইনজীবীগণের প্রাণ ও পেশাগত জীবন রক্ষা করতে হবে। কারণ, দেশের বিচার ব্যবস্থার মতো উইপোকায় ঝাঁঝরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন।
সুপ্রিম কোর্টের সোহরাওয়ার্দী ভবনে গতকাল শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দেয়া বক্তব্যে একথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
এসময় তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক, মর্যদাশীল এবং দলনিরপেক্ষ সুপ্রিম কোর্ট বার সমিতি এখন সময়ের দাবি।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতেই বিগত সময়ে প্রয়াত আইনজীবীগণের প্রতি এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ। এরপর প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এম এ তাহের, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট এ কে এম সোহেল আহমেদ, কেন্দ্রীয় সহ সভাপতি, এডভোকেট মানিক কুমার মজুমদার প্রমুখ।
আরও পড়ুন: ৯৩তম জন্মবার্ষিকীতে ব্যারিস্টার জমির উদ্দিন স্যারকে শুভেচ্ছা
সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবির। রিপোর্টের উপর আলোচনা করেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট তারজেল হোসেন, অ্যাডভোকেট লতিফুর রহমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহেদ আলী জিন্নাহ, সুপ্রিম কোর্ট বার শাখার সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
রিপোর্টের উপর প্রতিনিধিগনের আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্টটি অনুমোদিত হয়।
সম্মেলনের বিভিন্ন পর্যায়ের আলোচনায় আইনজীবী নেতারা বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমুক্ত জোরদার আইনজীবী সংগঠন গড়ে তুলতে হবে। আইনজীবী নেতারা আরো বলেন, আইন ও বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকর ভূমিকা ও নজরদারি থাকতে হবে।
এ সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অ্যাডভোকেট আলী আযমকে সভাপতি, অ্যাডভোকেট হুমাউন কবিরকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ এবং অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বলকে যুগ্ম সম্পাদক এবং অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সজলকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখার নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী।