চট্টগ্রাম আদালত চত্বরে হামলার ঘটনায় ৫ দিনের রিমান্ডে সাজু বৈদ্য
আসামি সাজু বৈদ্য

চট্টগ্রাম আদালত চত্বরে হামলার ঘটনায় ৫ দিনের রিমান্ডে সাজু বৈদ্য

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের ইতিহাসে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনায় পুলিশের দায়েরকৃত ৪২(১১)২৪ মামলায় ১০নং এজাহারনামীয় আসামি সাজু বৈদ্যর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক ইসরাত জাহান জিনিয়া এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত‌ আসামি সাজু বৈদ্যর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় রাষ্ট্রপক্ষে শতাধিক আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ইসকনের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম আদালতে ও আশেপাশের এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের এক‌ই উদ্দেশ্য পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উদ্দেশ্য সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা প্রদান করে।

এসময় আসামি ছিনতাই করে নেওয়ার চেষ্টা, অপরাধমূলক বলপ্রয়োগে আক্রমণ, স্বেচ্ছাকৃতভাবে সাধারণত ও গুরুতর জখম, ব্যাপক ক্ষতিসাধন, সরকারি গাড়ি সহ ভাঙচুর ক্ষতিসাধনসহ কোর্ট হিল জামে মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত মার্কেট, আইনজীবী চেম্বারে ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপ এবং আইনজীবীদের প্রাইভেট কার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ব্যাপক ভাংচুর করে।

উল্লেখিত আসামিকে ঘটনার দিন উত্তেজিত জনতা ধৃত করে পুলিশে সোপর্দ করে। এই মামলায় এজাহারভুক্ত ধৃত ১-১১ নং আসামি এবং পালাতক ১২-৫২ নং আসামিসহ অজ্ঞাতনামা ৬০০/৭০০ জন আসামি রয়েছে।