ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল দম্পতির জেল-জরিমানা

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৯ এর বিচারক শাহীন রেজা গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন।

আদালতে বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: ইশতিয়াক আহমেদ, অ্যাডভোকেট এ. এস. এম সায়েম ভুঁইয়া, অ্যাডভোকেট কাজী সাজির উদ্দিন।

মামলা সূত্রে জানা গেছে, আফরিন জাহান ২০২১ সালের জানুয়ারী মাসে ইভ্যালি থেকে একটি গাড়ী ক্রয়ের জন্য টাকা প্রদান করেন। পরবর্তীতে ইভ্যালি কর্তৃপক্ষ গাড়ী না দিয়ে তাকে ১৭ লাখ ৮৫ হাজার ৬০০ টাকার চেক প্রদান করে।

অভিযোগকারী টাকা না পেয়ে বারবার ইভ্যালির দ্বারস্থ হলে কর্তৃপক্ষ টাকা না দিয়ে তাকে ঘুরাতে থাকে। অত:পর অভিযোগকারী আফরিন জাহান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো: রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনদের আসামী করে বিগত ২০২৩ সালে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

বিচার কার্যক্রম শেষে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজার আদালত রায় প্রদান করেন। রায়ে আদালত মো: রাসেলকে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং শামীমা নাসরিনকে ১ বছর ১ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।