মুন্সীগঞ্জে ইটভাটা মালিককে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জে ইটভাটা মালিককে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ইটভাটা মালিককে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করে এই আদেশ দেন।

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযানে “মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং” নামক ইটভাটার মালিক মো: সামসুদ্দিনকে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ এর ১৪ ও ১৮ ধারা মতে ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেনসহ অভিযানে সহায়তাকারী সিরাজদিখান থানার পুলিশের একটি দল।