প্রতারণা ও হুমকি প্রদানের মামলায় বাদীপক্ষ কর্তৃক ঘষামাজা করে টাকার অংক পরিবর্তনপূর্বক জাল স্ট্যাম্প সৃজন এবং আদালতে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করায় বাদীর বিরুদ্ধে আদালত নিজে অভিযোগকারী হয়ে মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুনাইদ এই রায় ও আদেশ প্রদান করেন। বাদীর আনীত মামলা প্রমাণিত না হওয়ায় রায়ে আসামিকে খালাস প্রদান করা হয়।
আদালতসূত্রে জানা যায়, সি.আর-২৭৪/২০২২ (নবাবগঞ্জ) নং মামলার বাদী মোঃ সাইদুল ইসলাম শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন এবং জাল স্ট্যাম্প সৃজনপূর্বক তা খাঁটি হিসেবে আদালতে ব্যবহার করেছেন। যা পেনাল কোড, ১৮৬০ এর ১৯৩/৪৬৭/৪৬৭/৪৭১ ধারার সুস্পষ্ট অপরাধ।
রায়ে প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক ফৌজদারী কার্যবিধির ১৯৫ (সি) এবং ৪৭৬ ধারা মোতাবেক জাল স্ট্যাম্প উপস্থাপনকারী বাদী মোঃ সাইদুলকে আসামী করে কোতোয়ালী আমলী আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়।
আদালতসূত্রে আরও জানা যায়, কোতোয়ালি আমলী আদালতের বিচারক মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ইতোমধ্যে মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।