আসামিদের জন্য আদালতে লাইব্রেরি উদ্বোধন

আসামিদের জন্য আদালতে লাইব্রেরি উদ্বোধন

মুন্সীগঞ্জ আদালতে আনা আসামিদের বই পড়ার জন্য কোর্ট হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাইব্রেরি উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেন, সারা দুনিয়াতে জেলখানা দি ফরমেট বা ডেভেলপমেন্ট কেন্দ্র বিন্দুতে পরিণত করা হয়েছে। বাস্তবতা এরকম আমাদের দেশে আমরা মনে করি, লোকজন জেলখানায় পাঠাতে পারলেই বুঝি হয়ে গেলো, আসলে তা না। আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা তা করতে পারিনি।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় আমাদের একটা প্রচেষ্টা হাজতখানায় যে সমস্ত লোকজন আছে বিভিন্ন বয়সের তাদের যেন এখানে সময়টা ভালো কাটে। তারা যেন খারাপ প্রকৃতির সঙ্গে পরস্পর বিষিত না হয়। এখানে আদর্শিক ও ধর্মের বই আছে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ কারাগারে এসে যেন খারাপ দিকে না যায় এ জন্য আমাদের এই প্রচেষ্টা।

অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সার্বিক সহযোগিতায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাহাবুব-উল-আলম স্বপন।