মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : বাংলাদেশ বার কাউন্সিলের নতুন সচিব (জেলা জজ) হিসাবে মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (৭ জানুয়ারী) জেলা জজ পদমর্যাদার ৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বাংলাদেশ বার কাউন্সিল এবং আইন ও বিচার বিভাগে পদায়ন করা হয়।
বাংলাদেশ বার কাউন্সিলের নতুন সচিব হিসাবে নিয়োগ পাওয়া মোহাম্মদ কামাল হোসেন শিকদার বর্তমানে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) পদে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ও দায়রা জজ থাকাবস্থায় ২০২৪ সালের ২৭ নভেম্বর তিনি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান।
একইদিন তাঁকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) পদে নিয়োগ দিলে তিনি ২০২৪ সালের ১ ডিসেম্বর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হিসাবে যোগদান করেন। বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার কক্সবাজারে যোগদানের মাত্র এক মাস ৭ দিন পর বাংলাদেশ বার কাউন্সিলের সচিব পদে নিয়োগ পেলেন।
অপরদিকে, একইদিন একই প্রজ্ঞাপনে বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান সচিব (জেলা জজ) মো: আবদুর রহমান সরদারকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তাকে হিসাবে বদলী করা হয়েছে।
এছাড়া গাজীপুরের জেলা ও দায়রা জজ শামীমা আফরোজকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে সংশ্লিষ্টদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।