ভুয়া, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কাজ করবে লিগ্যাল এইড অফিসাররা

ভুয়া, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কাজ করবে লিগ্যাল এইড অফিসাররা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ভুয়া, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে গঠিত কমিটিতে লিগ্যাল এইড অফিসারদের কাজ করার অনুমতি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মঙ্গলবার (৭ জানুয়ারি) এ অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুনবার কাউন্সিলের নতুন সচিব কামাল হোসেন শিকদার

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাসমূহকে কেন্দ্র করে ভুয়া, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধকল্পে গঠিত মেট্রোপলিটন এলাকার জন্য এবং জেলা পর্যায়ে কমিটিতে কাজ করার জন্য প্রতিটি জলায় কর্মরত/দায়িত্বরত লিগ্যাল এইড অফিসারকে অনুমতি প্রদান করা হয়েছে।