পঁচিশ জন যুগ্ম-জেলা জজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। এছাড়া জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ২৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পৃথক পৃথক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয় এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার এসব বিচার বিভাগীয় কর্মকর্তা পদে রদবদল করেছে।
বদলিকৃত বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের মধ্যে ১৫ জনকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং বাকিদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পদোন্নতিমূলে অধস্তন বিভিন্ন আদালতে পদায়ন করা হয়েছে।