ফেনীতে নিজ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় স্বপ্রণোদিত হয়ে বাদী ও সাক্ষীর বিরুদ্ধে মামলা করেছে আদালত।
ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদী হয়ে গতকাল বুধবার (৮ জানুয়ারি) দাগনভূঞা আমলি আদালতে এ মামলা করেন।
আদালত বাদীর আরজি আমলে নিয়ে আসামি কাশেম ও রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আমলি আদালত-৩-এর বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০২৩ সালের ১৯ জুন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গণিপুর গ্রামের দেলোয়ার মাস্টারবাড়ির আবুল কাশেম (৬০) তার নিজ ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ করেন।
আদালতের নির্দেশনায় অভিযোগ তদন্ত করে দাগনভূঞা থানার এসআই অপূর্ব রায় একই বছরের ২৮ জুলাই প্রতিবেদন দাখিল করেন।
গত মঙ্গলবার ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক এ মামলার বাদী আবুল কাশেম ও সাক্ষী সামিউর রশীদের (২৫) বক্তব্য রেকর্ড শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে খালাস দেন।
পরে বুধবার মিথ্যা মামলা দেওয়ায় বাদী আবুল কাশেম ও মিথ্যা সাক্ষী দেওয়ায় সামিউর রশীদকে আসামি করে স্বপ্রণোদিত হয়ে দাগনভূঞা আমলি আদালতে দ-বিধি ২১১ ও ১৯৩ ধারায় মামলা করেন আমলি আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান বলেন, ‘ভুয়া মামলার কারণে ব্যক্তি ও রাষ্ট্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আদালত ভুয়া মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে এ ধরনের মামলার সংখ্যা কমে আসবে। এটি সর্বক্ষেত্রে ইতিবাচক বলে আমি মনে করি।’