আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি ঘোষণা
আহ্বায়ক ব্যারিস্টার এম মহিউদ্দীন ইউসুফ এবং সদস্যসচিব ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ

আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি ঘোষণা

গণঅধিকার পরিষদ (জিওপি) এর ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, সুপ্রিম কোর্ট বার ইউনিট এর ৭০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৬ মাসের জন্য ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ব্যারিস্টার এম মহিউদ্দীন ইউসুফ এবং সদস্যসচিব হিসেবে আছেন ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাড. গোলাম সরওয়ার খান জুয়েল ও সদস্য সচিব অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট আজগারুল ইসলাম রতন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল, সালেমুন্নাহার সূর্যী, আমিনুল ইসলাম তপু, নুরুল করিম বিপ্লব, প্রভাষ চন্দ্র তন্ত্রী, মো. রকিবুল ইসলাম, আলী মর্তুজা, মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান খান (মিলন), আরিফুল ইসলাম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, এনায়েতুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম ও সাজ্জাদ ইকবাল।

যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন- সাজেদুল ইসলাম রুবেল, রাশেদ উদ্দিন, গোলাম সামদানী, আলী আশরাফ, ব্যারিস্টার নাজমুস সাদাত, মো. সেফায়েত উল্লাহ, খন্দকার আশরাফুল ইসলাম, নাজমুল আলম তুষার, মো. সাইদুর রহমান, তানজিরুল রহমান প্যারিস, আব্দুর রহমান, শাহ মো. বাবর, শেখ রাজিব হোসেন, বখতিয়ার হোসেন ও মো. এনামুল হক।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছেন- শেখ শওকত হোসেন, মো. পারভেজ, মো. মাইনুল হোসেন, এরশাদুল বারী খন্দকার মামুন, ব্যারিস্টার মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।