নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

ঈদের পর আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষার ব্যাপারে সম্ভাব্য সময় জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরের পরপর যত দ্রুত সম্ভব এ পরীক্ষা গ্রহণ করা হবে।

আজ রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার কাউন্সিলের আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের পরপর যত দ্রুত সম্ভব এপ্রিল, ২০২৫ এর মধ‍্যে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা (নিম্ন আদালত) অনুষ্ঠিত হবে।

এছাড়া হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ ও রিভিউ আবেদনকারীদের রিভিউ নিষ্পন্ন কার্যক্রম এক সপ্তাহের মধ‍্যে শুরু করতে এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।