হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

জেল পলাতক ৭০০ আসামিকে এখনো ধরা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার পতনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৭০০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখনো ৭০০ জন বন্দি বাইরে রয়েছে। এছাড়া বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে।”

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে আজ রোববার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কারাবন্দিদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত চলছে। কোনো ঘটতি যেন না থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।“

তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে দেশের বিভিন্ন কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনা ঘটে।

ওই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বিদ্রোহের সময়’ দেয়াল টপকে দুইশর বেশি বন্দি পালিয়ে যায় এবং নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহতের খবর আসে।

তবে কেবল কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২ হাজার ২০০ বন্দি পালানোর খবর আসে। যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জঙ্গিরাও ছিলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিক জানতে চান, পটপরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি, খুনোখুনি বেড়ে গেছে- এ ব্যাপারে পুলিশ কী করছে?

তিনি বলেন, “যে বিষয়টি বললেন, সেটি আমি অস্বীকার করবো না। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে, আবার যারা করছে তারা ধরাও পড়ছে।

“ছাড়া পাওয়ার পর তারা আবার এগুলো করছে। এটা সত্য কথা।”

এ ধরনের অপরাধ যতটুকু কমিয়ে আনা যায় সে বিষয়ে সরকার ‘চেষ্টা চালাচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।