আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদ কর্তৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার একটি বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের সামনে আয়োজিত এই উৎসবটি ছিল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অপূর্ব দৃষ্টান্ত।
পিঠা উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল। প্রতিটি স্টল সজ্জিত ছিল ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, চালের পিঠা, পুডিং, নকশি পিঠাসহ আরও নানা ধরনের পিঠা উপস্থিত দর্শনার্থীদের মন জয় করে। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পিঠা তৈরি ও পরিবেশন করেন, যা পুরো আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে।
উৎসব শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা। নাচ, গান, নাটক এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তারা তুলে ধরেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক গান ও লোকনৃত্য দর্শকদের মুগ্ধ করে।
পিঠা উৎসব অনুষ্ঠান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির শিকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করে।”
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক আবু ইউসুফ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রহিম, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক এবিএম সাইফুল সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজনটি ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের একটি সফল এবং অনুপ্রেরণামূলক উদ্যোগ। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আয়োজনের নান্দনিকতা প্রমাণ করে তরুণ প্রজন্ম ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি কতটা শ্রদ্ধাশীল।