গরীব ও অসহায়দের পক্ষে মামলা পরিচালনার শর্তে দণ্ডিত আইনজীবী প্রবেশনে মুক্ত
আইনজীবী (প্রতীকী ছবি)

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনায় আইনজীবীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের আইনজীবীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান কর হয়েছে।

আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (২৬ জানুয়ারি) জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন।

আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার, আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে বাংলাদেশ সরকারকে অবহিত করবেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে।

প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই, রেজিস্ট্রার, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সানুগ্রহ আদেশ প্রদান করেছেন।

এমতাবস্থায় দ্যা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ (অ্যাপিলেট ডিভিশন) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আগ্রহী আইনজীবীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা এর বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন।