বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামানকে।
সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আল আসাদ মো. আসিফুজ্জামান দীর্ঘদিন ধরে বিচার বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করে সুনাম অর্জন করেছেন।
এর আগে প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ এবং বিচারকদের বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। এর অংশ হিসেবেই তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদায়নের মাধ্যমে বিচার প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন বিচারকদের প্রশিক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।