কক্সবাজারে নতুন লিগ্যাল এইড অফিসার হামিমুন তানজিন যোগদান করেছেন
ছবি : কক্সবাজারের নতুন লিগ্যাল এইড অফিসার হামিমুন তানজিন দায়িত্ব নেওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধান সহকারী খোকন মাহমুদ।

কক্সবাজারে নতুন লিগ্যাল এইড অফিসার হিসেবে যোগ দিলেন হামিমুন তানজিন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারে নতুন জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র সহকারী জজ হামিমুন তানজিন।

গত রোববার (৩১ আগস্ট) তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের কাছে যোগদানপত্র জমা দেন। এরপর ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার মো. ওমর ফারুকের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম এবং জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান সহকারী খোকন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিমুন তানজিন কক্সবাজারের ৬ষ্ঠ জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এ পদে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি। তিনি ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে টানা ৩ বছর ৬ মাস ১৪ দিন দায়িত্ব পালন শেষে গত ২৮ আগস্ট দায়িত্ব হস্তান্তর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তাঁকে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নেত্রকোনার বাসিন্দা বিচারক হামিমুন তানজিন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (বিজেএস) ১০ম ব্যাচের একজন সদস্য। তিনি ২০১৮ সালে বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর এক প্রজ্ঞাপনে তাঁকে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার পদে পদায়ন করা হয়।

৩১ আগস্ট নতুন দাপ্তরিক কার্যালয়ে যোগ দিলে সহকর্মীরা ফুল দিয়ে হামিমুন তানজিনকে শুভেচ্ছা জানান। এসময় তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সহকর্মীদের প্রতি আহ্বান জানান।