ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির নিয়মিত অভিযানে আজ (২ সেপ্টেম্বর ২০২৫) ধৃত হয়েছে দুইজন দীর্ঘদিন ধরে নিজেদেরকে সিনিয়র আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট।
তাদের একজনের কথিত “প্র্যাকটিস অভিজ্ঞতা” ২৫-৩০ বছর, অপরজনও কম নয়। অথচ তারা কেউই বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদপ্রাপ্ত নন।
এই দুইজন দীর্ঘদিন ধরে আদালতে মামলা পরিচালনা, শুনানি, ক্লায়েন্ট ডিলিংস, এমনকি বিচারপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।
আদালতের নিয়মিত আইনজীবীরা তাদের “স্যার” বলে সম্বোধন করলেও, আসলেই তারা ছিলেন সনদবিহীন প্রতারক।
আজ অবশেষে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে ধরা পড়ার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আইন অঙ্গনের অভিজ্ঞ মহল বলছেন, এ ধরনের টাউট-দালাল শুধু আদালতেই সীমাবদ্ধ নয়। থানার কিছু অসৎ পুলিশ সদস্য, কোর্টের কিছু জারিকারক, পিওনসহ নানা অনিয়মে জড়িত চক্র আদালতের পরিবেশকে কলুষিত করছে। এসব ভুয়া আইনজীবী বিচারপ্রার্থীদের বিভ্রান্ত করে, প্রকৃত আইনজীবীদের কাজের ক্ষেত্র সংকুচিত করে দিচ্ছে। এর ফলে অনেক তরুণ-প্রবীণ আইনজীবী পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
আইনজীবীরা জোরালোভাবে মত দিয়েছেন, প্রতিটি বারের টাউট উচ্ছেদ কমিটির নিয়মিত অভিযান চালু রাখতে হবে। ধৃত টাউটদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধান ছাড়া আইন অঙ্গনকে তাদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয়।