জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় নতুন পদায়ন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ, ঢাকার সলিসিটর পদে বদলি করা হয়েছে।
এর ফলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নেতৃত্বে পরিবর্তন আসলো। সংস্থাটি দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।