লিগ্যাল এইডের মাধ্যমে মামলায় বিরোধে ক্ষতিগ্রস্থ পক্ষের জন্য প্রায় ১৫৪ কোটি টাকা আদায়
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লোগো

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নতুন পরিচালক শেখ আশফাকুর রহমান

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় নতুন পদায়ন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ, ঢাকার সলিসিটর পদে বদলি করা হয়েছে।

এর ফলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নেতৃত্বে পরিবর্তন আসলো। সংস্থাটি দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।