আগামী ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি (Vacation Judge) মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এই সময়কালে ৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি মোঃ রেজাউল হক এবং ২১ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিচারপতি ফারাহ মাহবুব দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোঃ রেজাউল হক ৮, ৯, ১০, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আপীল বিভাগের ১নং চেম্বার কোর্টে শারীরিকভাবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন।
অপরদিকে বিচারপতি ফারাহ মাহবুব ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর এবং ৫, ৭, ৯, ১২, ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপীল বিভাগের ২নং চেম্বার কোর্টে শারীরিকভাবে উপস্থিত থেকে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তি করবেন।
প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।