ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর): তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের ৪১তম বৈঠকে তিনটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে অনুমোদিত নীতিমালা হলো—
১. বিদ্যুৎ বিভাগ প্রণীত ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’।
২. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রণীত ‘Telecommunications Network and Licensing Policy, 2025’।
৩. আইন ও বিচার বিভাগ প্রণীত ‘International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025’।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নীতিমালাগুলো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
সরকারের মতে, এসব নীতিমালা কার্যকর হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, টেলিযোগাযোগ খাতের লাইসেন্সিং ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত হবে।