চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর ২০২৫: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ লক্ষ্যে সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর জরুরি ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ নভেম্বর ২০২৪ তারিখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে দায়েরকৃত কোতোয়ালী থানা মামলা নং ৪৬(১১)২৪ এর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন এখনো পলাতক রয়েছেন। এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং আইনজীবী সমাজে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আইনজীবী হত্যার মতো গুরুতর মামলার আসামিদের গ্রেফতার না হওয়া আইনের শাসন ও বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার সম্ভব হবে। এতে আইনজীবী সমাজ ও নিহতের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
স্মারকলিপির অনুলিপি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, মহানগর পুলিশ উপকমিশনার (কোতোয়ালী) এবং চট্টগ্রামের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিকট প্রেরণ করা হয়েছে।