রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য চার আইনজীবীর আবেদন নাকচ করেছেন আদালত।
আবেদনকারী আইনজীবীরা হলেন— মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও মো. তপু।
তারা ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন তিনটি মামলায় আইনজীবী হিসেবে নিয়োগের আবেদন করেছিলেন। তবে আসামি পলাতক থাকায় বিচারক মো. রবিউল আলম বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ আবেদন নাকচ করেন।
মামলাটির দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন মামলায় ছয়জন সাক্ষী আদালতে হাজির হয়ে বেলা সাড়ে ১১টা থেকে তাদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে গত ৩১ জুলাই এ মামলাগুলোতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাগুলোর একটিতে শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জন আসামি রয়েছেন।
অপর দুটিতে আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জন করে আসামি আছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদক পৃথক ছয়টি মামলা দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার যোগ্যতার শর্ত পূরণ না করেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। এতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় বলে দুদক জানায়।