ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর): লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ এক শোকবার্তায় ড. আসিফ নজরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, বদরুদ্দীন উমর ছিলেন একজন মেধাবী গবেষক ও লেখক, যিনি দীর্ঘদিন সমাজ-রাজনীতি নিয়ে লেখালেখি করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য ও রাজনৈতিক চিন্তার জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।