সুনামগঞ্জে অর্পিত সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে দায়ের করা একটি স্বত্ব ঘোষণার মামলা খারিজ করে বাদীপক্ষকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা (ক্ষতিপূরণমূলক খরচ) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ জুনাইদ এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, বাদীপক্ষ দাবি করেন যে সুন্দাউরা মৌজার এস.এ খতিয়ানভুক্ত দাগ নং ৭০০-এর ২.৩২ একর জমি তারা ক্রয়সূত্রে মালিকানায় নিয়েছেন এবং দীর্ঘদিন ভোগদখল করছেন।
তবে আদালতে বিচারে প্রমাণিত হয়, জমিটি ইতোমধ্যে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়ে জেলা প্রশাসক, সুনামগঞ্জের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত রয়েছে।
বাদীপক্ষ বৈধ কোনো কবলা দলিল উপস্থাপন করতে ব্যর্থ হন। তারা কেবল একটি আমমোক্তারনামার ভিত্তিতে মালিকানা দাবি করেন, যা আইনত স্বত্ব হস্তান্তরের প্রমাণ নয়।
অন্যদিকে সরকারের দাখিল করা নথিপত্রে জমিটি গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি এবং সরকারের দখলে থাকার বিষয়টি নিশ্চিত হয়।
রায়ে বিচারক উল্লেখ করেন, বাদীপক্ষের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক”। অর্পিত সম্পত্তিকে ব্যক্তিমালিকানা হিসেবে দাবি করে এ ধরনের মামলা দায়ের করা সমীচীন নয়।
দেওয়ানী কার্যবিধির ৩৫(ক) ধারা অনুসারে মামলাটি খারিজের পাশাপাশি বাদীপক্ষকে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন আদালত।
আদালত আরও নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে বাদীপক্ষ সরকারি কোষাগারে জরিমানার অর্থ জমা না দিলে জেলা প্রশাসক, সুনামগঞ্জ আদালতের অনুমোদন নিয়ে তা আদায় করবেন।