মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলায় বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত ৪৮ কোটি ৩ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি আদালত কম্পাউন্ডে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করে।
মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা.) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল চার ধরনের মাদকদ্রব্য—
-
২০৩.৮৫ লিটার চোলাই মদ
-
৯৩২ ক্যান বিয়ার
-
৩২ বোতল বিদেশী মদ
-
১৬০ কেজি ১৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট
এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসেবে কক্সবাজার জুডিসিয়াল মালখানায় সংরক্ষিত ছিল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মঙ্গলবার এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।