ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

সুপ্রিম কোর্ট বারে নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের জন্য স্টারলিংক স্থাপনের আবেদন

বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ১ নং হল রুমে নিরবিচ্ছিন্ন হাই স্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্টারলিংক ইন্টারনেট সিস্টেম স্থাপনের আবেদন জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বার এসোসিয়েশনের সদস্য মোঃ মাহমুদুল হাসানএ বিষয়ে সমিতির সেক্রেটারির কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, বর্তমানে সুপ্রীম কোর্ট বারের ১ নং হল রুমের ওয়াইফাই ইন্টারনেট স্পিড সন্তোষজনক নয়। নিয়মিত স্পিড ওঠানামা করে এবং প্রায়শই একেবারে স্লো হয়ে যায়।

এছাড়া বঙ্গোপসাগরে সাবমেরিন ক্যাবলের সমস্যার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটে ঘনঘন বিঘ্ন ঘটে। রাজনৈতিক সংঘাতের সময় ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়ার আশঙ্কাও থাকে।

তিনি আরও বলেন, এসব সমস্যার সমাধান ও বিজ্ঞ আইনজীবীদের নিরবিচ্ছিন্ন হাই স্পিড ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য একাধিক স্টারলিংক ইন্টারনেট সিস্টেম স্থাপন করা প্রয়োজন।

আবেদনে তিনি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারির প্রতি আহ্বান জানান।