আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

আগামীকাল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর): আগামীকাল রবিবার বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর ২৮ সেপ্টেম্বর ইউনেস্কোর স্বীকৃত এ দিবস উদযাপিত হয়।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’। এটি ইউনেস্কোর থিম “Ensuring Access to Environmental Information in the Digital Age” এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আগামীকাল বিকেল তিনটায় আলোচনা সভার আয়োজন করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। সভাপতিত্ব করবেন তথ্য কমিশনের সচিব নূর মোঃ মাহবুবুল হক।

বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচক হিসেবে যোগ দেবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।