ঢাকা বারে প্রয়াত আইনজীবী সানাউল্লাহ মিয়ার নামে হল উদ্বোধন

ঢাকা বারে প্রয়াত আইনজীবী সানাউল্লাহ মিয়ার নামে হল উদ্বোধন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও দলটির সাবেক আইন বিষয়ক সম্পাদক প্রয়াত সানাউল্লাহ মিয়ার নামে ঢাকা আইনজীবী সমিতি ভবনে একটি হল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সমিতির চতুর্থ তলায় এই হলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রয়াত সানাউল্লাহ মিয়া ২০২০ সালের ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরো বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, “সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ।”

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, “আমার জীবদ্দশায় দুটি ভালো লাগার জিনিস দেখে গেলাম, হাসিনার বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার স্বীকৃতি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সানাউল্লাহ মিয়ার সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া, এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।