চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে অসহায়, দুস্থ, এতিম ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি মধুসূদন দাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপন কুমার দে।
শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র আইনজীবী রফিক আহমদ, জিয়া হাবীব আহসান, দিনমনি দে, শংকর প্রসাদ দে, তুষার সিংহ হাজারী, সমীর দাশগুপ্তসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, “অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের আইনী অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা একটি নিরাপদ নগরী গড়ে তুলতে পারব।”
এছাড়াও তিনি আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন, “মানব সেবার ব্রত গ্রহণের মাধ্যমে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পিপি মো. মফিজুল হক ভূঁইয়া, ভিপি কৌশুলী মোহাম্মদ কাসেম চৌধুরী, পরিষদের সাবেক সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, লিটন কান্তি গুহ, সাবেক সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, উত্তম দত্ত, সাবেক সমন্বয়কারী চন্দন তালুকদারসহ শতাধিক আইনজীবী।
অনুষ্ঠানের শুরুতে অঞ্জন প্রসাদ পবিত্র গীতা থেকে পাঠ করেন। পরে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফসহ বিজয়ার প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।