১১ বছরে বিনা খরচে আইনি সেবা পেয়েছেন লক্ষাধিক কারাবন্দি
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (NLASO) আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ বাস্তবায়নের লক্ষ্যে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুসারে ছয় মাস মেয়াদে ১৩ জন ইন্টার্ন নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।

কর্ম এলাকা: ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ঢাকা।

আবেদনের যোগ্যতা:

  • বাংলাদেশি নাগরিক হতে হবে।

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অর্জনকারী বা পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared)। Appeared প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবশ্যক।

  • MS Word, Excel ও PowerPoint ব্যবহারে দক্ষ হতে হবে। শিক্ষানবিশ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • একজন প্রার্থী একবারের বেশি ইন্টার্নশিপ করতে পারবেন না।

অন্যান্য শর্তাবলি:

  • ইন্টার্নশিপকালীন ভাতা মাসিক ৮,০০০ টাকা। অন্য কোনো ভাতা বা সুবিধা থাকবে না।

  • নির্ধারিত সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে এবং মাসিক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

  • সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে সনদ প্রদান করা হবে।

  • প্রয়োজনে লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে।

  • পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের নিয়ম:

  • আবেদন ফরম সংস্থার ওয়েবসাইট https://www.nlaso.gov.bd থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে।

  • পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে নির্ধারিত ফরম intern@nlaso.gov.bd এ ই-মেইল করতে হবে।

  • শেষ সময়: আগামী ৯ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা।

  • মৌখিক পরীক্ষায় মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে (শিক্ষাগত সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ৩ কপি ছবি ইত্যাদি)।

 

কর্তৃপক্ষ প্রয়োজনে শর্ত পরিবর্তন বা সংযোজনের অধিকার সংরক্ষণ করে।

চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।