পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছন্নতা অভিযান

দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে আদালত প্রাঙ্গণ পেল নতুন রূপ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে এ অভিযান চলে, যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় একশত পরিচ্ছন্ন কর্মী অংশ নেন।

কর্মীরা আদালত ভবন ও প্রাঙ্গণের আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে আদালত প্রাঙ্গণ ফিরে পেয়েছে এক নতুন সৌন্দর্য ও পরিপাটি পরিবেশ।

অভিযানের অংশ হিসেবে আদালত প্রাঙ্গণে আগত আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ময়লা-আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৮০টি বিন সরবরাহ করা হচ্ছে।

ঢাকার অধস্তন আদালতগুলো প্রতিদিন হাজারো বিচারপ্রার্থী ও আইনজীবীদের পদচারণায় মুখরিত থাকে। এতে প্রায়ই প্রাঙ্গণে ময়লা, খাবারের প্যাকেট ও সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকে, যা আদালতের পরিবেশ নষ্ট করে।

সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দায়িত্ব নেয়ার পরই আদালতের বিচার কার্যক্রমে গতি আনার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নেন। এই ধারাবাহিকতায় তিনি যোগাযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে, যার ফলেই শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান।

পুরান ঢাকার অধিবাসী ফরিদ হোসেন বলেন, “আদালত প্রাঙ্গণ আগে খুব নোংরা ছিল। আজ পরিষ্কার করার পর জায়গাটা নতুন মনে হচ্ছে—ঝকঝকে, সুন্দর।”