ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া

সন্ত্রাসবিরোধী মামলায় ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার জামিন মঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

ব্যারিস্টার আহসানের বোন আজিজা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ অক্টোবর ভোরে রাজধানীর গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

এক সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে সাম্প্রতিক ‘জুলাই আন্দোলনে’ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা গেছে।