সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালত
সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালত

সুনামগঞ্জে সওজের সরকারি জমি দখলের মামলায় রায়: বাদীর মামলা খারিজ, ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদেশ

সুনামগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে দায়ের করা একটি স্বত্ব ঘোষণামূলক মামলা খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে বাদীপক্ষকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. জুনাইদ এ রায় প্রদান করেন। মামলাটি ছিল স্বত্ব মোকদ্দমা নং ৪৩৭/২০২৩

রায়ে আদালত বলেন, বাদীপক্ষের উত্থাপিত ১৯৪৪ সালের তথাকথিত অরেজিস্টার্ড দলিল আইনত অগ্রহণযোগ্য এবং এর মাধ্যমে কোনো স্বত্ব অর্জন সম্ভব নয়।

আদালত বলেন, নালিশী সম্পত্তিটি বাস্তবে সড়ক ও জনপথ বিভাগের সরকারি মালিকানাধীন, যা এস.এ. ও আর.এস. রেকর্ড উভয়েই সরকারের নামে বিদ্যমান।

বাদীপক্ষ স্বত্ব বা দখলের কোনো বৈধ প্রমাণ দিতে না পারায় আদালত মনে করেন, তারা সরকারি সম্পত্তি দখলের কুমানসে মামলা দায়ের করেছেন। ফলে দেওয়ানি কার্যবিধি ১৯০৮–এর ৩৫(এ) ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আরোপ করা হয়।

রায়ে আদালত উল্লেখ করেন,

“বাদীপক্ষ নালিশা সম্পত্তি আত্মসাৎ এর উদ্দেশ্যে ভিত্তিহীন ও মিথ্যা দলিল দেখিয়ে এই মামলা আনয়ন করেছেন, যা ন্যায়বিচারের পরিপন্থী।”

ফলে মামলাটি ২ ও ৩ নং বিবাদী—নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ—এর পক্ষে দোতরফা সূত্রে খারিজ করা হয় এবং বাদীপক্ষকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

মামলায় বাদীপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আবুল মজাদ চৌধুরী এবং সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস