জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সর্বোচ্চ আদালতের সকল কর্মকর্তা ও কর্মচারীকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রসাশন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (৫ আগস্ট) এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা ও কর্মচারীকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করার অনুরোধ করা হল।
বিজ্ঞপ্তিতে প্রকাশের দিন থেকেই সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা ও কর্মচারীকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করার কথা বলা হয়েছে।