রাজধানীর কাওরান বাজার থেকে নিখোঁজ হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে নিখোঁজের আগে তার সর্বশেষ অবস্থান ছিল কাওরান বাজার এলাকা।
নিখোঁজ আইনজীবীর বোন ফেরদৌসি বেগম অভিযোগ করেছেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার সময় কাওরান বাজার থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল সাদা পোশাকধারী ব্যারিস্টার জুবায়েরকে তুলে নিয়ে যায়। পরে বিকাল চারটার দিকে ব্যারিস্টার জুবায়েরের বিজয়নগরের অফিস থেকে বশির নামে তার একজন স্টাফকেও তুলে নিয়ে যায়।
ফেরদৌসি বেগম উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশ বা গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত ব্যারিস্টার জুবায়েরকে আটকের কথা স্বীকার করেননি। ফলে আমরা সবাই খুবই উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।
এ ব্যাপারে ঢাকা ডিকেটটিভ ব্রাঞ্চ (ডিবি)’র সহকারি কমিশনার শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, ডিবি তাদের আটক করেনি। তবে ব্যারিস্টার জুবায়ের ও তার এক সহযোগিকে আমরা খুঁজছি।
উল্লেখ্য, ব্যারিস্টার জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। সূত্র : মানবজমিন