তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের ওপর হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশের কপি এবং সংশ্লিষ্ট সকল নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১২ ডিসেম্বর) তৃতীয় বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতির সচিব রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন। পরে নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় হাইকোটের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।