বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার (১২ ডিসেম্বর) সকালে তাঁকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি সূত্র।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আজ ডিবি কার্যালয়ে আনার কথা।