খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২১ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভূক্তির পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন ও ফরম পূরণের অনুমতি কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২১ শিক্ষার্থীর করা এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
তিন দিনের মধ্যে আইন সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিবসহ ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ৩ নভেম্বর এ রুলের ওপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ হাবিব-উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
খুলনার সোনাডাঙ্গায় ২০১২ সালে কার্যক্রম শুরু করে বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। ২০১৩ সালের ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এলএলবি (স্নাতক) প্রোগ্রামের অনুমোদন দেয়। এরপর শিক্ষার্থী ভর্তি করে নর্থ ওয়েস্টার্ন কর্তৃপক্ষ। ২০১৩ সালের শিক্ষার্থীরা ২০১৭ সালে আইনে স্নাতক উত্তীর্ণ হলেও ২১ জনকে রেজিষ্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেয়নি বার কাউন্সিল। এর বৈধতা চ্যালেঞ্জ করেন শিক্ষার্থীরা।