রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ওই বেলুনবিক্রেতা আবু সাঈদের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, পুলিশ বাদী হয়ে বেলুনবিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে দুইটি ধারায় একটি মামলা দায়ের করেছে। অপরাধজনিত নরহত্যা তথা বিস্ফোরণ আইনে এ মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বশেষ বুধবার দিনগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়।
আবু সাঈদ বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।