ত্রয়োদশ সহকারী জজ নিয়োগের অনলাইনে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের সুবিধার্থে ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৩শ বিজেএস) পরীক্ষা, ২০১৯ এর আবেদন ও পরীক্ষার ফি জমাদানের সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ১১.৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং শনিবার (২ নভেম্বর) রাত ১১.৫৯ পর্যন্ত অনলাইনে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত তারিখের পর পরীক্ষার আবেদন ও ফি আর জমা দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন: ত্রয়োদশ সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ত্রয়োদশ সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এবারে সহকারী জজ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ৮ নভেম্বর প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।